হানাফী মাযহাবের গ্রন্থাবলী কত হিজরীতে লিপিবদ্ধ করা হয়?

প্রশ্ন

From: মুহমমাদ সরকার
বিষয়ঃ হানাফী ফিকহ

আপনারা যে বলেন,মাসায়েল আবু হানফি (রহঃ) বের করেছেন,তাহলে তা কত হিজরিতে কিতাবে লেখা হয়?

উত্তর

بسم الله الرحمن الريحم

ইমাম আবূ হানীফা রহঃ মাসায়েল সংকলিত করে ইন্তেকাল করেন ১৫০ হিজরীতে।

ইমাম আবূ হানীফা রহঃ এর প্রসিদ্ধ ছাত্র ইমাম মুহাম্মদ রহঃ উস্তাজ কর্তৃক সংকলিত মাসায়েলসমূহ সংকলিত করেন কিতাব আকারে।

যা তার প্রসিদ্ধ ছয় কিতাব ও অন্যান্য কিতাবে সন্নিবিষ্ট করা হয়।

প্রসিদ্ধ ছয় কিতাব হল,

১-জামে সগীর।

২-জামে কাবীর।

৩-ছিয়ারে সগীর।

৪-ছিয়ারে কাবীর।

৫-মাবছূত।

৬-যিয়াদাত।

এ ছয় কিতাবকে এক সাথে জহিরুর রিওয়ায়াত বলা হয়।

এছাড়া অন্যান্য কিতাব যেমন,

জুরজানিয়্যাত, কায়ছানিয়্যাত, হারূনিয়্যাত ইত্যাদি।

এসব কিতাবকে “নাওয়াদিরুর রিওয়ায়াত” বা গায়রে জহিরুর রিওয়ায়াত” ও বলা হয়। [শরহু উকুদি রাসমিল মুফতী, ইবনে আবেদীনকৃত]

ইমাম মুহাম্মদ রহঃ ইন্তেকাল করেন ১৮৯ হিজরীতে।

প্রসিদ্ধ মতানুসারে খাইরুল কুরুনের যুগ ছিল ২২০ হিজরী। [আউনুল মাবুদ, তুহফাতুল আহওয়াজী]

সেই হিসেবে খাইরুল কুরুন যুগেই ফিক্বহে হানাফী লিখিত আকারে সংকলিত হয়ে যায়।

পরবর্তীতে উপরোক্ত কিতাবের মাসায়েলগুলোই “কুদুরী, হিদায়া, ফাতওয়ায়ে শামী, ফাতাওয়ায়ে আলমগীরী, ফাতাওয়ায়ে সিরাজিয়াহ, মাবসূতে সারখসী, আলমুহিতুল বুরহানী, বাদায়েউস সানায়ে, আলবাহরুর রায়েক, আননাহরুল ফায়েক ইত্যাদি কিতাবে লিপিবদ্ধ করা হয়।

যা অদ্যবধি পৃথিবীব্যাপী আমলী ও পঠণ পাঠন এবং কিতাব আকারে চালু রয়েছে।

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

Leave a comment

search previous next tag category expand menu location phone mail time cart zoom edit close